ডার্ক মোড
Tuesday, 20 May 2025
ePaper   
Logo
লৌহজংয়ে ইংরেজিতে দক্ষ করতে ইয়াং মাস্টার স্পেলিং কনটেস্ট প্রস্তুতিমূলক সভা

লৌহজংয়ে ইংরেজিতে দক্ষ করতে ইয়াং মাস্টার স্পেলিং কনটেস্ট প্রস্তুতিমূলক সভা

 মুন্সীগঞ্জ(দক্ষিন)প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষ গড়ে তোলার লক্ষ্যে বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষকদের নিয়ে ইয়াং মাস্টার স্পেলিং কনটেস্ট-২০২৫ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে৷

 সোমবার (১৯ মে) বিকেল ৪টার দিকে উপজেলার প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়৷ সভায় সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল ইমরান, সরকারি লৌহজং কলেজের উপাধ্যক্ষ শহিদুর রহমান সিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাসার মো. বাহাউদ্দীন, একাডেমিক সুপারভাইজার সোহেল হায়দার খান, শরিফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশিরুল ইসলাম, ভাওয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক সরদার, লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস হেলাল৷ এ সময় উপজেলা সকল প্রাথমিক মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন৷ 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন