ডার্ক মোড
Wednesday, 21 May 2025
ePaper   
Logo
আধিপত্যবাদ মুক্ত দেশ গঠনে ভূয়া মুক্তিযোদ্ধা মুক্ত দেশ চাই লালমনিরহাটে:জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোসলেম উদ্দিন

আধিপত্যবাদ মুক্ত দেশ গঠনে ভূয়া মুক্তিযোদ্ধা মুক্ত দেশ চাই লালমনিরহাটে:জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মোসলেম উদ্দিন

লালমনিরহাট জেলা সংবাদদাতা

প্রধান অতিথি জাতীয় মুক্তি যোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইন্জিনিয়ার মোসলেম উদ্দিন বলেছেন, আধিপত্যবাদ মুক্ত দেশ গঠনে ভূয়া মুক্তি যোদ্ধা মুক্ত দেশ চাই। কমিশন গঠন করে ভূয়া মুক্তি যোদ্ধা চিন্হিত ও ট্রাইব্যুনাল করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যে সুযোগ সুবিধা নিয়েছে তা আইন করে ফেরত নিতে হবে। অপারগতায় সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবী জানান।
মঙ্গলবার ২০ মে ২০২৫ ইং তারিখ বিকেল ৩ টায় লালমনিরহাট এলজিআরডি মিলনায়তনে জেলা কাউন্সিল ২৫ জাতীয় মুক্তি যোদ্ধা পরিষদ লালমনিরহাট জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বীর মুক্তি যোদ্ধা আবু মুসার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় মুক্তি যোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সহ- সভাপতি আব্দুল ওয়ারেছ, লালমনিরহাট জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট আবু তাহের, জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারি হাফেজ শাহআলম, বীর মুক্তি যোদ্ধা গোলাম হোসেন, সামছুর রহমান, আব্দুল আজিজ, রুহুল আমিন, আসাদুজ্জামান খন্দকার, মেহেরুজ্জামান ও আবু তালেব প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট সদর - ৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রভাষক হারুন অর রশীদ, ব্যবসায়ী সংগঠনের দায়িত্বশীল বিশিষ্ট ব্যবসায়ী নিয়াজ আহমেদ রেজা। অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন, টনেডো শিল্পী গোষ্ঠী লালমনিরহাট জেলা শাখা।
প্রধান অতিথি আরও বলেন, স্বাধীনতা যুদ্ধ, মুক্তি যোদ্ধা, মুক্তি যোদ্ধ, এদেশের গৌরবময় অধ্যায় আওয়ামী লীগ ভূয়া মুক্তি যোদ্ধাদের ভূয়া মুক্তি যোদ্ধা সাটিফিকেট দিয়ে কলংঙ্কিত করেছে। তিনি অবিলম্বে কমিশন গঠন করে। ভূয়া মুক্তি যোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্হা নেওয়ার আহবান জানিয়েছেন অন্তবর্তী সরকারের প্রতি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্ম ১৯৭৯ সালে। তাহলে মুক্তি যোদ্ধকালীন কেমনে বিরোধী করেছে। এসব ভূয়া তোকমা না দিয়ে। ইসলামী রাষ্ট্র গঠনে সবাই কে আহবান জানিয়েছে। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি ও লালমনিরহাট( আদিতমারী- কালিগন্জ)- ২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন