ডার্ক মোড
Wednesday, 21 May 2025
ePaper   
Logo
নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী পৌর শহরের বিলাসদী এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ সগির আহম্মেদ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার
দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সগির আহম্মেদ নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের হাবিবুল্লাহর ছেলে। পুলিশ জানায়, বিলাসদী
এলাকায় অস্ত্র কেনা—বেঁচা হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সন্দেহভাজন হিসেবে সগিরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান
শুটারগান, এক রাউন্ড তাজা গুলি ও একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার সগিরের
বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন