
নীলফামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৭ গরু
নীলফামারী সংবাদদাতা
ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতবাড়ি,আসবাবপত্রসহ ৭ টি গরু পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) রাত ৯ টার দিকে মর্মান্তিক ঘটনাটি ঘটে নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের আখতপাড়া গ্রামে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে
আসাদুল ইসলামের বসতভিটায় গোমার ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। যা পলকেই দ্রুত ছড়িয়ে পড়ে পরিবারের বসতবাড়ি। এতে দুটি বসতবাড়ি এবং ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
এসময় গোয়াল ঘরে থাকা ৭ টি গরু পুড়ে মারা যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গোয়াল ঘরে থাকা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক আসাদুল কান্নাজড়িত কন্ঠে বলেন, প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এখন খোলা আকাশের নিচে পরিবার নিয়ে দিন কাটছে।
নীলফামারী সদর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার মিয়াবাজ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আরো ২০ পরিবারর ঘর আগুনের হাত থেকে রক্ষা পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত হয়েছে মশার কয়েল থেকে।