ডার্ক মোড
Wednesday, 21 May 2025
ePaper   
Logo
কলাপাড়ায় মাটি দিয়ে ভরাট করেছে কালভার্টের প্রবেশ দ্বার, জলাবদ্ধতায় কৃষিকাজে ক্ষতির আশংকা

কলাপাড়ায় মাটি দিয়ে ভরাট করেছে কালভার্টের প্রবেশ দ্বার, জলাবদ্ধতায় কৃষিকাজে ক্ষতির আশংকা

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি   

  কলাপাড়ায় কালভার্টের প্রবেশ দ্বারে মাটি দিয়ে ভরাট করে দেয়া হয়েছে। বন্ধ হয়ে গেছে পানি চলাচলের পথ। এতে ওই এলাকার প্রায় কয়েকশো একর কৃষিজমি জলাবদ্ধ হয়ে কৃষিকাজে ব্যাপক ক্ষতির আশংকা করছেন স্থানীয়রা। তবে কতিপয় অসাধু লোক ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য স্থানীয় কৃষকদের বাধার মুখেও এধরনের হীন কাজে লিপ্ত রয়েছে। তারা পানি চলাচলের বিকল্প কোন ব্যবস্থা রাখেনি। অধিকন্তু সরকারি খাস জমি অবৈধভাবে দখল করারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের পাখিমারা ও তেগাছিয়া সড়কের বিবেক ডাকুয়া বাড়ি সংলগ্ন কালভার্টে এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় বাসিন্দা জনমে জয় রায় ও কৃষক সুলতান গাজীসহ অনেকেই জানান, শতবছরের পুরানো এ কালভার্ট দিয়ে সড়কের দুইপাশের পানি চলাচল করে। এতে বর্ষার অতিরিক্ত পানি নিষ্কাশন হয়। হঠাৎ স্থানীয় নজরুল ইসলাম নামের এক ব্যক্তি কালভার্টের মুখ ভরাট করে বাড়ির কাজ করছেন। তিনি পানি নিষ্কাশনের বিকল্প কোন ব্যবস্থা না রেখেই কালভার্টের প্রবেশ দ্বার বন্ধ করে দিয়েছেন। এতে বর্ষার পানি আটকে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে কৃষিকাজে ব্যাপক ক্ষতির আশংকা রয়েছে। এবিষয়ে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখার জোড় দাবী জানান তারা।

অভিযুক্ত নজরুল ইসলাম জানান, তিনি রেকর্ডীয় জমি ক্রয় করে বাড়ির কাজ করছেন। এখানে কোন খাস জমি নেই। তবে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখবেন বলে তিনি জানান।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, সংবাদ শুনে ওই ইউনিয়নের প্রশাসককে পাঠানো হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না রাখলে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন