
সিলেটে কৃষক হত্যাকান্ডে তিন সহোদরের যাবজ্জীবন
সিলেট ব্যুরো
সিলেটে তেরা মিয়া নামে এক কৃষক হত্যা মামলায় তিন সহোদরের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সিলেটের গোয়াইনঘাটের নয়াপাড়া বীরমঙ্গল হাওড়ের আব্দুল কাদির, আব্দুল নূর , আব্দুল জলিল। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ওই মামলায় দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত।
কৃষক তেরা মিয়া হত্যা মামলায় সোমবার সিলেটের অতিরিক্ত দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক ঝলক রায় এ রায় দেন।
মামলার রায় ও আদালত সুত্রে জানা যায়,গোয়াইনঘাটের নয়াপাড়া বীরমঙ্গল হাওর গ্রামের সুরুজ মিয়ার পরিবারের সঙ্গে একই গ্রামের আব্দুল কাদিরের জমিজমা নিয়ে বিরোধ ছিল।
২০১০ সালের ৪ ফেব্রুয়ারি রাতে আব্দুল কাদিরের সহোদররা সুরুজ মিয়ার বাড়িতে গিয়ে হামলা চালান। এ সময় পরিবারের অন্য সদস্যদের উপর হামলা চালাতে গিয়ে তেরা মিয়াকে ছুরিকাঘােতহেত্যা করা হয়।
ঘটনার পরদিন নিহতের বড় ভাই সুরুজ মিয়া বাদী হয়ে গোয়াইনঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই বছরের ৩০ জুন গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম পাঁচ ভাইকে অভিযুক্ত করে হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করেন।
পরে ২০১১ সালের ১০ এপ্রিল আদালতে চার্জ গঠন করে মামলার বিচারকাজ শুরু হয়।
সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালতের এপিপি আ্যাডভোকেট মো. খালেদ আহমদ বলেন, মামলার রায় প্রদানকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।