
দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করায় এলাকাবাসীর ভালবাসায় সিক্ত বরিশাল সদর উপজেলার ইউএনও
মাসুদ রানা, বরিশাল ব্যুরো
বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের গণপাড়া গ্রামে একটি চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘ ভোগান্তির অবসান হয়েছে। মামলা মকদ্দমা, হামলা সহ অসংখ্য শালিসেও মিমাংসা হচ্ছিলনা। অবশেষে বরিশার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার একটি ব্যতিক্রমী উদ্যোগে সেই ভোগান্তি স্থায়ীভাবে লাঘব হয়। রোববার বিকেলে সেই বিরোধপূর্ণ রাস্তাটি সরকারী খরচে পাকা করার পর উদ্বোধন করেন সদর ইউএনও মোঃ ইকবাল হাসান। আনন্দ কৃতজ্ঞতায় ইউএনও ইকবাল হাসানকে ফুলেল শুভেচ্ছা, স্মারক প্রদান সহ নানা ভাবে কৃতজ্ঞতা জানায় এলাকাবাসী। এর আগে গত বুধবার সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি), এয়ারপোর্ট থানা পুলিশ, ছাত্র প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রচেষ্টায় এই বিরোধ নিরসন হয়। এতে এলাকাবাসী সন্তুষ্টি প্রকাশ করেন।
জানা গেছে, গণপাড়া এলাকায় প্রায় দুই যুগ আগে থেকে বসবাস করছেন ইতালী প্রবাসী মহিদুল ইসলাম মামুনের পরিবার। কিন্তু তাদের বাড়ির চলাচলের রাস্তা নিয়ে আপত্তি ছিল প্রতিবেশী কয়েক পরিবারের। এ নিয়ে একাধিক মামলা চলমান আছে। অবশেষে বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে রাস্তাটি সরকারী বরাদ্দে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষন প্রকল্পে পাকা করার পরিকল্পনা গ্রহণ করা হয়। প্রকল্পের নাম হয় ‘গণপাড়া মাইদুল ইসলাম মামুনের বাড়ির সামনের রাস্তা পাকা করণ প্রকল্প’। কিন্তু এটি বাস্তবায়নে গিয়েও তারা বাঁধার মুখে পড়েন। গত বুধবার সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আজহারুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সাথে দীর্ঘ সময় কথা বলার পরে তাদের রাজী করাতে সক্ষম হন। উভয় পক্ষ মামলা প্রত্যাহার সহ বিরোধ মিমাংসা করে মিলে মিশে রাস্তা ব্যবহারের প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় ছাত্র প্রতিনিধি লাবন্য, শিফা, গাজী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, এসিল্যান্ড আজহারুল ইসলামে সুদক্ষ তৎপরতায় এটি সমাধান করা সম্ভব হয়েছে। কেননা এর আগে অনেকে চেষ্টা করেও সমাধান করতে পারেনি। উভয় পক্ষের এই সমঝোতা এলাকার জন্য একটি শান্তির বার্তা।
বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আজহারুল ইসলাম বলেন, ইউএনও মহোদয়ের নির্দেশে পিআইও, থানা পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে দীর্ঘ আলোচনায় সমাধান হয়েছে। সংস্লিষ্ট সকলেই ধন্যবাদ প্রাপ্য।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন