
লালমনিরহাটের বড়বাড়ীতে নববর্ষ উদযাপন উপলক্ষে ৪ দিন ব্যাপী ব্যাপক আয়োজন
মোঃ লাভলু শেখ লালমনিরহাট
প্রতিবারের ন্যায় এবারও লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় প্রাঙ্গণে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে
নববর্ষ উদযাপন পরিষদের আয়োজনে ৪দিন ব্যাপী নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।সংশ্লিষ্ট আয়োজকেরা জানান, বাংলা নববর্ষ উপলক্ষে ৪দিনের বিভিন্ন কর্মসূচিতে বাংলা নববর্ষের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হয়েছে । তারই ধারাবাহিকতায় ১লা বৈশাখ সোমবার প্রথম দিনে সকাল ৭টায় নববর্ষের আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে সকাল ৯ টায় পান্তা ভাত পরিবেশন, দুপুর ২ টায় লাঠি খেলা,দুপুর ২.৩০ মিনিটে ঐতিহাসিক ঘোড় দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি সম্পন্ন হবে। দ্বিতীয় দিন মঙ্গলবার সকাল ৯ টায় সাঁতার প্রতিযোগিতা,দুপুর ১২ টায় হা-ডু-ডু, চকোরচাল ও উটকুন দিয়ে দড়ি বুনন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।দুপুর ১ টায় ঠুস খেলা ও দুপুর ২ টায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হয়। তৃতীয় দিন বুধবার দুপুর ১২ টায় অনুষ্ঠিত হবে দীর্ঘ লাফ প্রতিযোগিতা,হা-ডু-ডু,চকোরচাল,ঝাঁকি জাল বুনন,চেংগুপেন্টি খেলা ও মোরগ যুদ্ধ প্রতিযোগিতা । দুপুর ১ টায় অনুষ্ঠিত হবে ঠুস খেলা,বাটুল ছোঁড়া প্রতিযোগিতা,উচ্চ লম্ফ প্রতিযোগিতা ও ঘুড়ির উড্ডয়ন । পরে দুপুর ২ টায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে। চতুর্থ দিন বৃহস্পতিবার
দুপুর ১ টায় হা-ডু-ডু খেলার চূড়ান্ত রাউন্ড ও দুপুর ২ টায় ঐতিহাসিক ঘোড়া দৌড় প্রতিযোগিতার চূড়ান্ত রাউন্ডের মধ্য দিয়ে ৪দিন ব্যাপী অনুষ্ঠানের কর্মসূচির সমাপ্তি হবে।বাংলা নববর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব রনজিৎ কুমার রায় জানান, ৪দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি আমরা। তারই ধারাবাহিকতায় গেট নির্মাণ,রাস্তা সাজানো, মাঠে সৌন্দর্য বৃদ্ধি করা, অনুষ্ঠানে আগত লোকজনের বসার ব্যবস্থা করা হয়। তিনি আরো জানান,আমাদের অনুষ্ঠানগুলোতে নিয়মিতভাবে উপস্থিত থাকবেন রংপুর বিভাগের জনপ্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সেইসঙ্গে আরো উপস্থিত থাকার কথা রয়েছে রংপুর,কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার প্রশাসনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিগণের। নববর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক নাজমুল হুদা লিমন জানান,প্রতিবারের ন্যায় এবারও বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে আমাদের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। তিনি বলেন,৪ দিনের এই অনুষ্ঠানগুলোতে প্রতিদিন বড়বাড়ীতে লক্ষাধিক মানুষের উপভোগের ব্যবস্থা করা হয়েছে।আর তাই ব্যাপক আয়োজন করা হয়েছে । সেই সাথে আমাদের স্বেচ্ছাসেবকদের মাধ্যমে বিশাল ওই অনুষ্ঠান যথাযথ মর্যাদায় উদযাপন হয়। লালমনিরহাট সদর থানার (ওসি) নুরনবী জানান,নববর্ষ উদযাপন উপলক্ষে আমাদের প্রশাসনের পক্ষ থেকে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রস্তুত রয়েছি। এ দিকে পুলিশে বৈশাখ উদযাপন ও প্রীতিভোজ। অদ্য পহেলা বৈশাখ -১৪৩২ বঙ্গাব্দ লালমনিরহাট জেলা পুলিশ লাইন্স - এ বাংলা শুভ নববর্ষ উদযাপন উপলক্ষে প্রীতিভাজের আয়োজন করা হয়।অপরদিকে লালমনিরহাট জেলা প্রশাসনের উদ্যোগে নানান আয়োজন করা হয়। লালমনিরহাট জেলা প্রশাসক এ এইচ এম রাকিব হায়দারের নেতৃত্বে বন্যাঢ্যরেলী লালমনিরহাট শহর প্রদক্ষিণ করেন। এতে লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামসহ জেলা প্রশাসনের কমকর্তাগন উপস্থিত ছিলেন।
এছাড়াও বৈশাখের আনন্দ সকলের সাথে ভাগাভাগি করে নিতে এই লালমনিরহাট পুলিশ লাইন্স মাঠে প্রীতিভোজের আয়োজন করেন অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম।