ডার্ক মোড
Saturday, 19 April 2025
ePaper   
Logo
নাটোরে ৭ বছরের কন্যা শিশুর বিবস্ত্র ও মুখাবয়ব ঝলসানো মৃতদেহ উদ্ধার

নাটোরে ৭ বছরের কন্যা শিশুর বিবস্ত্র ও মুখাবয়ব ঝলসানো মৃতদেহ উদ্ধার

 
অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে জুঁই নামে ৭ বছরের এক কন্যা শিশুর মুখাবয়ব ঝলসানো ও বিবস্ত্র মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আলাতম পর্যবেক্ষণ করে স্থানীয়রা ও পুলিশ ধারণা করছে, তাকে ধর্ষণের পর হত্যা করে মুখাবয়ব এসিড দিয়ে ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ১০টার দিকে বাড়ির অদূরে ভুট্টা ক্ষেত থেকে তার লাশ পাওয়া গেলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এর আগে নববর্ষের দিন সোমবার বিকেল থেকে সে নিখোঁজ হয়। তাকে অনেক খোঁজাখুঁজির পর বাড়ি থেকে ৩০০ গজ দূরে চাটমোহরের হরিপুর মৌজার একটি ভুট্টা ক্ষেত থেকে বিবস্ত্র ও মৃত অবস্থায় উদ্ধার করা হয়। নিহত শিশুটির বাড়ি উপজেলার চান্দাই ইউনিয়নের গাড়ফা গ্রামে। সে ওই গ্রামের মালয়েশিয়া প্রবাসী জাহিদুল ইসলামের মেয়ে ও স্থানীয় একটি হেফজখানার ১ম শ্রেণীর ছাত্রী।
প্রতিবেশী এমদাদুল হক জানান, স্থানীয় কৃষকেরা শিশুটিকে ভুট্টা ক্ষেতে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। এ সময় শিশুটির পড়নে কোন কাপড় ছিলো না। তার  মুখমন্ডল সম্পূর্ণই পোড়া। ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর তাকে শ্বাসরোধে হত্যা করেছে পাষন্ড দুর্বৃত্তরা এবং মুখ এসিড দিয়ে ঝলসে দেওয়া হয়েছে।  
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, শিশুটির বাড়ি বড়াইগ্রাম উপজেলার  হলেও মৃতদেহটি পাওয়া যায় উপজেলার সীমান্তবর্তী চাটমোহর এলাকায়। যার ফলে সংঘটিত অপরাধটির মামলা চাটমোহর থানায় লিপিবদ্ধ হবে। তবে দুর্বৃত্তদের চিহ্নিত ও বিচারের আওতায় আনতে বড়াইগ্রাম থানা পুলিশ যথাযথ দায়িত্ব পালন করবে। ইতোমধ্যে দুর্র্বৃত্তদের অনুসন্ধানে পুলিশ মাঠে নেমেছে। হত্যার কারণ বা ধর্ষণের শিকার হয়েছে কিনা তা মৃতদেহ ময়না তদন্তের পর জানা যাবে।  

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন