ডার্ক মোড
Saturday, 19 April 2025
ePaper   
Logo
রাজশাহীতে আদালত থেকে পালিয়ে যাওয়া এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি ডিবি

রাজশাহীতে আদালত থেকে পালিয়ে যাওয়া এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি ডিবি


রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত আসামি মো: আরিফ (২৫) রাজশাহী মহানগরীর শাহম খদুম থানার ফুদকিপাড়া খিরসিন এলাকার মো: জাকিরের ছেলে।
সূত্রে জানা যায়, ১৭ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ দুপুরে রাজশাহী মেট্রোপলিটনম্যাজিস্ট্রেট আদালত—২ থেকে হাজিরা শেষে ফেরার সময় হাতকড়াসহ পালিয়ে যায় আসামি আরিফ।ঘটনার পরপরই রাজশাহী মেট্রোপলিটন পুলিশ পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে এবং বিভিন্ন থানার টহল টিমকে সতর্ক করে দেয়।পরবর্তীতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ—পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম,পিপিএম (বার) এর সার্বিক তত্ত্বাবধানে গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৭ এপ্রিল রাত ১১টার দিকে শাহমখদুম থানার পুরাতন ফুদকিপাড়া অভয়ের মোড় এলাকায় অভিযান চালিয়ে আসামি আরিফকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর আরিফের বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয় এবং পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন