
মুন্সীগঞ্জে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত
মুন্সীগঞ্জ (দক্ষিন) প্রতিনিধি॥
বর্ণিল আয়োজনে মুন্সীগঞ্জে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষের পহেলা বৈশাখ। গত সোমবার সকাল ৮ টায় এ উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়। এতে অংশ নেয় জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জনপ্রতিনিধি, সুশীল সমাজ সহ ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
এসময় ঢাক-ঢোলে বাজনা আর রঙিন আয়োজনে মুখরিত হয়ে উঠে শহরতলী। উচ্ছাসে মেতে উঠেন সকলে। পরে শোভাযাত্রাটি শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হলে উদ্বোধন করা হয় লোকজ মেলার। মেলা ঘুরে দেখেন অতিথিরা। মেলায় গ্রাম বাংলার নানা পন্যসামগ্রীর বসে পসরা। এছাড়াও শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে বর্ষবরণের আনুষ্ঠানিকতা চলে। অসাম্প্রদায়িক ও সমৃদ্ধি দেশ গড়ার প্রত্যয় জানান সকলে।
এদিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৮ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিনের নেতৃত্বে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, থানা পুলিশ, উপজেলা ফায়ার সার্ভিস ও ডিফেন্স, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা মালিরঅংক মোড় প্রধান সড়ক প্রক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে বৈশাখ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পান্তা উৎসব ও লোকজ মেলার আয়োজন করা হয়।