ডার্ক মোড
Saturday, 19 April 2025
ePaper   
Logo
গাইবান্ধার সাবেক সাংসদ সারওয়ার কবির দিনাজপুরে গ্রেফতার

গাইবান্ধার সাবেক সাংসদ সারওয়ার কবির দিনাজপুরে গ্রেফতার

     মাহিদুল ইসলাম রিপন দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সাংসদ শাহ সারওয়ার কবির। 

 মঙ্গলবার (১৫ এপ্রিল) দিনগত রাত আটটার দিকে শহরের ঈদগাহ বস্তি এলাকায় দীবা গার্ডেন নামের একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়। 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হুসাইন।  

শাহ সারওয়ার কবির আওয়ামী লীগের পাতানো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গাইবান্ধা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। সারওয়ার গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১ মার্চ থেকে দিনাজপুর শহরের ইদগাহবস্তী এলাকায় ভগ্নিপতি আলতাফ হোসেনের বাড়িতে আত্মগোপনে ছিলেন সারওয়ার। আলতাফ হোসেন দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক উপ-বিদ্যালয় পরিদর্শক। রাতে বাসা থেকে তাঁকে গ্রেফতার করে থানা হেফাজতে নেওয়া হয়।

দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, গত মার্চ মাস থেকে শহরের এই বাসায় আত্মগোপনে ছিলেন। তিনি গাইবান্ধার দুটি মামলার বর্তমান আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

 

 

 

 

 

 

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন