ডার্ক মোড
Sunday, 24 November 2024
ePaper   
Logo
লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন

লক্ষ্মীপুরে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত এবং হামলাকারীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছে আন্দোলনে আহত ও শহিদ পরিবারের সদস্যরা।

(বৃহস্পতিবার) ২১ নভেম্বর সকাল ১০টা থেকে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঢাকা - লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করে তারা।

অবরোধের ফলে ঢাকা-লক্ষ্মীপুর সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছে আন্দোলনে আহত এবং নিহতদের পরিবারের সদস্যরা।

অবরোধকালে বিক্ষোভে সমাবেশে বক্তব্য রাখেন, শহীদ আফনানের মা নাসিমা আক্তার, শহীদ সাব্বিরের বাবা আমির হোসেন, শহীদ শাওনের বাবা আবুল বাসার, আহত ফাহিম, ইউসুফ আলম রিপন, আবদুল মতিন, সুজন, হারুন, ইউসুফ আল মাহমুদ, সজিবসহ ছাত্র জনতা।

এসময় সুজন সহ আহতরা বলেন, লক্ষ্মীপুরে আমরা যারা ৪ আগস্টের গণবিপ্লবে আহত হয়েছি, তাদের খোঁজখবর কেন্দ্রীয় সমন্বয়ক বা রাষ্ট্রের কোন প্রতিনিধি কেউই নিচ্ছে না। তাই লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার অবস্থান কর্নসূচীস্থলে এসে সহমত জানানোসহ আহতদের চিকিৎসা নিশ্চয়তা ও খুনীদের সকলকে গ্রেফতারে সুনির্দিষ্ট ব্যাখ্যা উপস্থাপন না করা পর্যন্ত সড়ক অবরোধ ছেড়ে যাবে না তারা।

ছাত্রদের পক্ষে রেদোয়ান হোসেন, আরিফ হোসেন ও সাইফুল ইসলাম প্রশাসনের প্রতি প্রশ্ন ছুঁড়ে বলেন,ডিসি-এসপি কই? আপনারা আসুন। এই সময়ের মধ্যে লক্ষ্মীপুরের আহত ও নিহতদের জন্য কি কি করেছেন পরিষ্কার করে জানান।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট লক্ষ্মীপুরে ছাত্রজনতার আন্দোলনে বাধা দেয় আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে গুলিবিদ্ধ হয় ছাত্রসহ বিভিন্ন শ্রেণীর প্রায় ৩ শতাধিক ছাত্রলীগ গুলিতের মারা যায় চারজন।

এ ঘটনায় পৃথক পৃথক ভাবে থানায় হত্যা মামলা দায়ের করা হলেও ঘটনার সাথে জড়িত বেশীর ভাগ আসামী এখনো গ্রেফতার হয়নি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন