ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম কর্মকান্ডে মুগ্ধ বাহুবল বাসী
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ জেলার বাহুবল মডেল থানার সুযোগ্য ও জনবান্ধব অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম কর্মকান্ডে মুগ্ধ বাহুবল বাসী। তিনি ১৪-১০-২০২৪ ইং তারিখে বাহুবল মডেল থানায় যোগদানের পর থেকেই বাহুবল উপজেলা কে মাদক-জুয়া ও দাঙ্গা মুক্ত বাহুবল গড়ে তোলার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
বাহুবল মডেল থানায় যোগদানের পর পরই থানা এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেছেন বিশেষ করে ইভটিজিং বন্ধে ছাত্র ছাত্রী অভিভাবক ও শিক্ষকদের করনীয় সম্পর্কে দিক নির্দেশনা দিয়েছেন। বিভিন্ন এলাকার গিয়ে জঙ্গিবাদ,বাল্যবিবাহ ,মাদক ও জুয়ার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহব্বান জানিয়েছেন। বিভিন্ন বাজারে গিয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন । তিনি থানা এলাকার জন প্রতিনিধি ,মুক্তিযোদ্ধা শিক্ষক ,সাংবাদিক ,ওলামায়ে মাশায়েখদের সাথে মতবিনিময় করেছেন । দাঙ্গা মুক্ত বাহুবল গড়তে তার নেয়া নানা পদক্ষেপ বাহুবল বিভিন্ন শ্রেনী পেশার মানুষের কাছে খুবই প্রশংসিত হয়েছে। তিনি এলাকায় এলাকায় গিয়ে বিবাদমান পক্ষগুলোকে নিয়ে আইনশৃঙ্খলা মিটিং করেছেন।
বাহুবলে পূর্বের তুলনায় গুম, খুন, হত্যা, ধর্ষণসহ নারী নির্যাতন, মাদক, চুরি, ছিনতাই, রাজনৈতিক অস্থিরতা ইত্যাদি হ্রাস পাওয়ার পিছনে গনমানুষের আস্থার প্রতিদান দিয়ে আসছেন বর্তমান (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম। অপরাধ সংগঠিত হলে দ্রুত গতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, ছোট ছোট বিবাদের পারিবারিক নিষ্পত্তি। বড় ধরনের ফৌজদারি অপরাধ সংগঠিত হলে দ্রুত গতিতে ঘটনাস্থলে ছুটে যাওয়া, আন্তরিকতার সহিত থানায় আগত ভিকটিম এবং বাদীর বক্তব্য মনোযোগ সহকারে শুনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিট পুলিশ কর্মকর্তাদের নির্দেশ প্রদান এবং নমনীয় আচারণে মামলা সংক্রান্ত তথ্য প্রদাণে জাহিদুল ইসলাম আইনশৃঙ্খলা রক্ষায় সার্থক হয়েছেন বলে থানায় আগত লোকজন মনে করেন।
ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বাহুবল মডেল থানায় যোগদানের পর দাঙ্গা আগের চেয়ে অনেকটাই কমে এসেছে।
যে কোন মানুষ সমস্যায় পড়ে ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম কাছে আসলে তিনি মনযোগ সহকারে হাসিমুখে তাদের সমস্যার কথা শোনেন। মানুষের সমস্যার কথা শোনা এবং সমাধান করা তার নিত্য দিনের রুটিনে পরিনত হয়েছে । পুলিশ সম্পর্কে মানুষের যে ভুল ধারনা ছিল ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম কর্মকান্ডে বাহুবল বাসীর সেই ধারনার পরিবর্তন হয়েছে। তিনি তার কর্মকান্ডের মাধ্যমে বাহুবল বাসীর কাছে মানবিক, বিনয়ী,সৎ মেধাবী সুন্দর মনের অধিকারী একজন পুলিশ কর্মকতার্ হিসেবে নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছেন। স্থানীয় সাংবাদিকরা বলেন, এমন জনবান্ধব অফিসার ইনচার্জ ইতিপুর্বে এই থানায় খুব কমই এসেছেন। অসহায়দের ক্ষেত্রে যেমন মানবিক দয়ালু ঠিক তেমনই অপরাধীদের ক্ষেত্রে কঠোর। সন্ত্রাসী,মাদক ব্যবসায়ী দাঙ্গাবাজ, চোর ডাকাত দের কাছে এক আতংকের নাম ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম ।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, মানুষ শখ করে থানায় আসে না, বিপদে পড়েই থানায় আসে তাই তাদের সমস্যার কথা শুনি সমাধানের চেষ্টা করি। মাদক ,জুয়া, ইভটিজিং ও দাঙ্গা মুক্ত বাহুবল গড়তে বাহুবলের সকল শ্রেনী পেশার মানুষের সহযোগিতা চাই ।