লক্ষ্মীপুরে সমাজ সেবার সুদমুক্ত ক্ষুদ্র ঋণের চেক বিতরণ
লক্ষ্মীপুর প্রতিনিধি
পল্লী সমাজ সেবা (আরএসএস) পল্লী মাতৃ কেন্দ্র (আরএমসি) ও শহর সমাজ সেবা কার্যক্রমের ক্ষুদ্র ঋণ কর্মসূচির আওতায় সুদমুক্ত ক্ষুদ্র ঋণের চেক বিতরণী ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা সমাজ সেবার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার হালদার। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ আলম রানার সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: শরীফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোনাফ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহামুদুল ইসলাম চৌধুরী,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ১৯৮ জন সুফলভোগীর মধ্যে মোট ৮৩ লাখ ১৮ হাজার ১৯৮ টাকার চেক তুলে দেন।
এসময় সমাজ সেবা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা,ইউনিয়ন সমাজকর্মী ও সুফলভোগীরা উপস্থিত ছিলেন।