গোপালগঞ্জ সদর ইউএনও কে অফিসার্স ক্লাবের বিদায়ী সংবর্ধনা
গোলাম রব্বানী, গোপালগঞ্জ
গোপালগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মহসিন উদ্দিনের পদোন্নতি জনিত বদলি উপলক্ষে মঙ্গলবার (১৭ডিসেম্বর) রাতে অফিসার্স ক্লাব তাকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়।
গোপালগঞ্জ সদর উপজেলায় তিনি প্রায় ২ বছর ৮ মাস নির্বাহী অফিসার হিসেবে অত্যন্ত দক্ষতা, সততা ও নিষ্টার সাথে প্রশাসনিক দায়িত্ব পালন করেন।সম্প্রতি তিনি পটুয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি পেয়েছেন।
গোপালগঞ্জ সদর উপজেলার অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসার মোঃ এনামুল হক তালুকদারের সঞ্চালনায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কলেজের সহকারী অধ্যাপক ফৌজিয়া বিথী। উপজেলা সহকারী কমিশনার ভূমি মিজ বাবলী শবনম। সংবর্ধিত বক্তব্য দেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দিন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.প্রভাস চন্দ্র সেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাফরোজা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার সেলিম তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল চন্দ্র বালা, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জ্যোতি প্রকাশ মল্লিক, প্রমুখ।
এ ছাড়া উপজেলার সকল কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।