সান্তাহার নাশকতা মামলায় রোকন গ্রেপ্তার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহারে নাশকতার মামলায় পৌর আ'লীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ার জাহিদ রোকনকে গতকাল রাতে গ্রেপ্তার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা।
গতকাল (১৭ ডিসেম্বর) মঙ্গলবার রাত সাড়ে আট ঘটিকার সময় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রোকন (৪৬) সান্তাহার পৌর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের সাঁতাহার মহল্লার সাবেক চেয়ারম্যান মরহুম মোশাররফ হোসেনের ছেলে। সাবেক সাংসদ মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন এর ছোটো মামা এবং উপজেলার সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর শ্যালক।
এ বিষয়ে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বকুল হোসেন বলেন, নাশকতা মামলার পলাতক আসামি রোকন গতকাল রাতে সাঁতাহার নিজ বাসায় অবস্থান করছে এমন গোপন সংবাদ পেয়ে আমার সঙ্গীয় ফোর্সসহ তার বাসায় অভিযান চালিয়ে রাত সাড়ে আট ঘটিকার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল রাতে নাশকতা মামলার পলাতক আসামি রোকনকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়।