ডার্ক মোড
Saturday, 21 December 2024
বাংলা
  • English
  • বাংলা
ePaper   
Logo
কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আশরাফ, সাঃ সম্পাদক আল আমিন

কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আশরাফ, সাঃ সম্পাদক আল আমিন

কিশোরগঞ্জ প্রতিনিধি

জেলা ও তৃণমূলের সাংবাদিকদের অধিকার সুরক্ষা ও কল্যাণে ‘সত্য প্রকাশে ঐক্যবদ্ধ’ এই স্লোগানে পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে নতুন সংগঠন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের নতুন পূর্নাঙ্গ কমিটি গঠিত। এতে সভাপতি আশরাফ, সম্পাদক আল আমিন নির্বাচিত হয়েছেন।

গত শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শহরের হোটেল শেরাটনের ৭ম তলায় কিশোরগঞ্জ নিউজ মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনের নির্বাচন কমিশনের আহ্বানে অনুষ্ঠিত বিশেষ সভায় দুই বছর মেয়াদী এ কমিটি গঠন করা হয়েছে।

দৈনিক মানবজমিন এর স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ) আশরাফুল ইসলামকে সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত এর জেলা প্রতিনিধি মো. আল আমিনকে সাধারণ সম্পাদক করে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার সমাজকর্মী আবদুর রহমান রুমী। তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের অপর দুই সদস্য ডেন্টাল সার্জন ডা. ফারুক আহমেদ ও ঈশাখাঁ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান মো. বদরুল হুদা সোহেলের যৌথ সঞ্চালনায় সভায় কণ্ঠভোটের মাধ্যমে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটিতে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি শফিক আদনান (কালের কণ্ঠ/এটিএন নিউজ), সহ- সভাপতি আলী রেজা সুমন (দৈনিক স্বদেশ প্রতিদিন), যুগ্মসাধারণ সম্পাদক সাজন আহম্মেদ পাপন (আজকের পত্রিকা), অর্থ সম্পাদক আতা মোহাম্মদ উবায়েদ (আজকের বিজনেস বাংলাদেশ), দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর শাহ্ বাদশাহ্ (ইনকিলাব), সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রোকেল (দৈনিক বাংলা/নাগরিক টেলিভিশন), সাংবাদিক কল্যাণ সম্পাদক তাসলিমা আক্তার মিতু (খবরের কাগজ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তন্ময় আলমগীর (গণজাগরণ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মোবারক হোসেন (সময়ের কাগজ), উন্নয়ন সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ (নতুন দিন), সাহিত্য সম্পাদক মু, ওয়াজেদ আলি (লনিউজ), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. সাইফুল্লাহ সাইফ (নাগরিক ভাবনা), প্রশিক্ষণ সম্পাদক মো. আনোয়ার হোসাইন (দেশের কণ্ঠ) এবং জনসংযোগ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন আকাশ (বিডিটুয়েন্টিফোরলাইভ)।

এছাড়া কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন, আবদুর রহমান রুমী (আজীবন সদস্য), মো. বদরুল হুদা সোহেল (সহযোগী সদস্য), তাফসিলুল আজিজ (প্রথম আলো), মো. আনোয়ারুল কিবরিয়া (বাংলাবাজার পত্রিকা) ও শহীদুজ্জামান শুভ (ভিডিও জার্নালিস্ট, নাগরিক টেলিভিশন)। সভায় সংগঠনের অন্যান্য সাংবাদিক সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন