হাটহাজরীতে ছিনতাই হওয়া সিএনজি উদ্ধারসহ ছিনতাইকারী আটক
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
হাটহাজারীতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার। চুরির আগে হাটহাজারীর বিভিন্ন স্থানে বাসা ভাড়া নেন চোরের দলটি। এরপর কৌশলে চুরি আগে গাড়ি কোথায় নিয়ে যাবে তাও তারা ঠিক করে নেন, সহযোগীদের নিয়ে রাস্তায় অথবা যাত্রী ছদ্মবেশে সিএনজি অটো-রিকশা চুরি করে এ দলটি। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৭টার পৌরসভার ফটিকার ৫নং ওয়াডস্থ কামাল পাড়া এলাকা থেকে ওই সিএনজি চালিত অটোরিকশাটি উদ্ধার করা হয়।
ভিকটিম সিএনজি টেক্সি চালক জাহাঙ্গীর ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর রাত চারটার দিকে নগরীর অক্সিজেন থেকে ছেড়ে সিএনজি চালিত অটোরিকশাটি (চট্টগ্রাম থ ১৪-৭০৯৮) কাটিরহাটের দিকে যাওয়ার সময় উপজেলায় মির্জাপুর ইউনিয়নস্থ কালিবাড়ি সংলগ্ন এলাকার চট্টগ্রাম নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের উপর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
গাড়িটির চালক হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ডের পশ্চিমের মেখল ঘোনা এলাকার জাহাঙ্গীর গাড়ির সমস্যা সমাধান করে পুনরায় গাড়ি স্টার্ট করতে যাওয়ার সময় পাঁচ সদস্যের একটি ছিনতাইকারী দল তাকে মেরে ফেলার হুমকি দিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তার সাথে থাকা টাকা পয়সাসহ গাড়িটি নিয়ে যায়। পরে এ ঘটনা গাড়ির মালিক কে জানালে তিনি আগে থেকে গাড়িতে সেট করা জিপিআরএস অন করে সকাল সাতটার দিকে দেখতে পান ছিনতাই হওয়া গাড়িটি পৌরসভার কামালপাড়ার খানসামা মসজিদ সংলগ্ন এলাকায় আছে। পরে তিনি চালক জাহাঙ্গীরসহ উল্লেখিত স্থানে গিয়ে এক ছিনতাইকারী সহ গাড়িটি উদ্ধার করেন। পরে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে আটক ছিনতাইকারী মির্জাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ মুহুরীহাট এলাকার আবেদ আলী সওদাগর বাড়ির মো.রফিকের পুত্র সাইমন (২৬) কে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
জানতে চাইলে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক শাহজাহান সাংবাদিকদের বলেন, উদ্ধার করা গাড়িটি কাগজপত্র যাচাই বাছাই করে মালিককে বুঝিয়ে দেয়া হয়েছে। এবং এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি। হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।