
রাজাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
মো. নাঈম হাসান ঈমন, রাজাপুর (ঝালকাঠি)
ঝালকাঠির রাজাপুরে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) সকালে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পশ্চিম বাদুরতলা গুড়াভাঙ্গা এলাকার বিষখালি নদীর পাশের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়রা খালের পানিতে মরদেহটি ভেসে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে রাজাপুর থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে সিআইডি কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন