ডার্ক মোড
Friday, 23 May 2025
ePaper   
Logo
জেলা প্রশাসনের উদ্যোগে পাচুড়িয়ায় উচ্ছেদ অভিযান

জেলা প্রশাসনের উদ্যোগে পাচুড়িয়ায় উচ্ছেদ অভিযান

 

গোলাম রব্বানী, গোপালগঞ্জ 
 
গোপালগঞ্জ শহরের পাঁচুড়িয়া এলাকায় সড়কের দুই পাশে গড়ে ওঠা প্রায় ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।  
 
বৃহস্পতিবার (২২ মে) সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাসের নেতৃত্বে গোপালগঞ্জ সড়ক বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।  
 
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় সড়ক দখল করে গড়ে ওঠা দোকান ও অন্যান্য স্থাপনা।  
 
প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে অবৈধ দখলের কারণে সড়ক প্রশস্তকরণ প্রকল্পে ব্যাঘাত ঘটছিল। এ অভিযান সফলভাবে সম্পন্ন হওয়ায় কাজের গতি বাড়বে এবং সাধারণ জনগণের দুর্ভোগ অনেকটাই কমবে।  
 
এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন