ডার্ক মোড
Friday, 04 April 2025
বাংলা
  • English
  • বাংলা
ePaper   
Logo
মেলান্দহে অস্বলদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ

মেলান্দহে অস্বলদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ

 

জামালপুর সংবাদদাতা :

জামালপুরের মেলান্দহে অনাথ—হতদরিদ্র—বিধবা—নৌমুসলিম—
প্রতিবন্ধী—শিক্ষার্থী এবং অস্বচ্ছল ইমামদের মাঝে সেলাই মেশিন—অনুদানের নগদ
অর্থ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে ২৭ মার্চ দুপুরে মডেল মসজিদ কমপ্লেক্সের
ইসলামি কালচারাল অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন—ইসলামিক
ফাউন্ডেশন মেলান্দহ এরিয়ার সুপারভাইজার মাজহারুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য
রাখেন—ইউএনও এস.এম. আলমগীর।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—ইউনাইটেড ট্রাস্টের সুপারভাইজার আবু সামা,
রিপোর্টার্স ইউনিটির সভাপতি—ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল প্রমুখ।
ধর্মমন্ত্রণালয়ের অর্থায়নে ইসলামিক ফাউন্ডেশন এটি বাস্তবায়ন করেছে। ২৬৫
জনের মাঝে সেলাই মেশিনসহ সর্বমোট প্রায় ৯ লাখ টাকা বিতরণ করা হয়।
মে: শাহ জামাল, ২৭.৩.২০২৫
জামালপুর সংবাদদাতা

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন