ডার্ক মোড
Wednesday, 07 May 2025
ePaper   
Logo
মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ১৯

মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ আটক ১৯

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ১৯ জনকে আটক করেছে বিজিবি।

সোমবার (৫ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার খোশালপুর ও সামন্তা এলাকা থেকে তাদের আটক করা হয়।

সোমবার সন্ধ্যায় খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, মহেশপুরের কয়েকটি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে খোশালপুর সীমান্তের মাইলবাড়িয়া গ্রাম থেকে নারী ও শিশুসহ ৮ জন, সামন্তা সীমান্তের রুলি গ্রামের মোমিনতলা মোড় এলাকা থেকে ৮ জন ও আনন্দ বাজার গ্রাম থেকে ৩ বাংলাদেশিকে আটক করা হয়। পরে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বাড়ি রাজবাড়ী, সাতক্ষীরা, নড়াইল, বাগেরহাট জেলার বিভিন্ন গ্রামে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন