
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি জলঢাকা উপজেলা শাখার কমিটি গঠন
নীলফামারী সংবাদদাতা
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি জলঢাকা উপজেলা শাখার কমিটি গঠিত হয়েছে।
উপজেলার সকল প্রধান শিক্ষকবৃন্দের উপস্থিতিতে এসোসিয়েশন ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জলঢাকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাহমুদুল হক এবং প্রধান অতিথি উপস্থিত ছিলেন।
সভায় রংপুর বিভাগের সমন্বয়কারী জনাবা শামসুন্নাহার ভিক্টোরিয়া, মাহমুদ শরীফ, আব্দুস সালাম, মিজানুর রহমান রাজু, হাজী বিন হাবিবুর, আব্দুল জলিল, সাইফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অধিবেশনে ভার্চুয়ালি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি জনাব রিয়াজ পারভেজ যুক্ত হয়ে সভায় উপস্থিত সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে গাড়ী ধরমপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মোশারফ হোসেনকে সভাপতি, কাইমার ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ইজাবকে সাধারণ সম্পাদক, কাজীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ তাজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক ও বিন্যাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ হাবিবুর রহমানকে কোষাধ্যক্ষ করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।নবগঠিত কমিটি বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব রিয়াজ পারভেজ ও সাধারণ সম্পাদক জনাব মোঃ নজরুল ইসলাম এর প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেন এবং ২য় শ্রেণি ও ১০ম গ্রেড বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।সভায় রিট মামলার দুই সম্মানিত বাদী জনাবা শামসুন্নাহার ভিক্টোরিয়া এবং জনাব রাশেদুল ইসলাম গালিব কে জলঢাকা উপজেলার শিক্ষকবৃন্দের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।