ডার্ক মোড
Wednesday, 07 May 2025
ePaper   
Logo
বেগম জিয়ার প্রটোকল বহরে হিট স্ট্রোকে অসুস্থ জবি ছাত্রদল নেতা

বেগম জিয়ার প্রটোকল বহরে হিট স্ট্রোকে অসুস্থ জবি ছাত্রদল নেতা

জবি সংবাদদাতা
 
বেগম খালেদা জিয়ার দেশে আগমনের খবরে প্রটোকল বহরে অংশ নিতে গিয়ে হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (JnU) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের একজন মেধাবী শিক্ষার্থী।
 মঙ্গলবার  রাজধানীর হোটেল লা মেরিডিয়ান এলাকায় প্রটোকল বহরে অংশগ্রহণকালে প্রচণ্ড গরমের কারণে তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন জানান, “দেশনেত্রী দেশে আসছেন—এই খবরে খুশিতে সারারাত ঘুমাননি আজিজ। ভোর থেকে প্রটোকলে অংশ নিতে গিয়ে প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হন। পরে তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন