বেতাগীতে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগীতে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ২৮ নভেম্বর (বৃহস্পতিবার) উপজেলা প্রশসানের উদ্যোগে দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো: বশির গাজীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমদ। স্মরণ সভায় অলোচনায় অংশ গ্রহন করেন, মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানজিলা আহমদ, বেতাগী বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: শাহীন, বেতাগী প্রেসক্লাবের সভাপতি সাইদুল ইসলাম মন্টু, উপজেলা জামাতের সেক্রেটারি প্রভাষক শাহাদাত হোসেন মুন্না, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ইমরান হোসেন, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী গুলিতে আহত আলআমিন প্রমূখ। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা হোসেন সিপাহীর সঞ্চলনায় স্মরণ সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ সময় গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকলের সুস্থতা ও দীর্যায়ু কামনা এবং শহীদদের রুহের মাফফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন, বেতাগী মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আতিকুল ইসলাম।