
বান্দরবানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
সোহেল কান্তি নাথ, বান্দরবান
বান্দরবান জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে “দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মো: আবু তালেব, এনডিসি আসিফ রায়হান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এসএম হাসান, বান্দরবান কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মাহতাফ উদ্দিন পাটুয়ারী, বান্দরবান কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক হামিদুল হকসহ সরকারি-বেসরকারী দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বান্দরবান জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক হামিদুল হক বলেন, ২০০৪ হতে এ পর্যন্ত বান্দরবান জেলা থেকে ৭ হাজার ৬শ ১৯ জন কর্মী প্রবাসে কর্মরত আছেন। যার মধ্যে পুরুষ ৬ হাজার ২১৫ জন এবং মহিলা ১ হাজার ৪০৪ জন। এছাড়াও সরকারী প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে বান্দরবান জেলা হতে ২০২৪ সালে জানুয়ারী হতে ডিসেম্বর পর্যন্ত ১৬৩ জন নারী কর্মী জর্ডান, হংকং এবং সৌদিআরব গমণ করেছেন। শুধু তাই নয়, বিদেশ গমনকারী কর্মীগণ জেলা প্রবাসী কল্যাণ ব্যাংক হতে ঋণ সুবিধাও পাচ্ছেন। এছাড়াও বিদেশগামী কর্মীদের অনলাইনে সেবা প্রদান, ফিঙ্গার ইমপ্রেশন ও নিবন্ধন প্রক্রিয়াসহ বিদেশগামীদের বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছে বলে জানান এই কর্মকর্তা।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, অধিকতর যাচাই বাছাই করে আমাদেরকে বিদেশ গমন করতে হবে। প্রয়োজনে বিদেশ যাওয়ার আগে প্রবাসী কল্যাণ বিষয়ক সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে ভিসার বিস্তারিত বিষয়ে যাছাই করে নিতে হবে। তিনি আরো বলেন, অনেকেই মোটা অংকের টাকার বিনিময়ে বিদেশ গমন করতে গিয়ে প্রতারকা চক্রের হাতে পড়ে নি:স্ব হয়ে যায়। তাই আমাদেরকে প্রতারকচক্রের মাধ্যমে বিদেশ যাওয়া থেকে বিরত থাকতে হবে। এ বিষয়ে আমাদের সকলকে সচেতন হওয়ার পাশাপাশি প্রান্তিক পর্যায়ের জনগণকে বুঝানোসহ তাদেরকে সচেতন করার আহ্বান জানান জেলা প্রশাসক।