
বাউফলে টাকা আত্নসাতের মামলায় আটক-১
বাউফল (পটুয়াখালী):প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে ফরিদ সিকদার(৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে হজ্ব গমনেচ্ছুদের প্রায় অর্ধকোটি টাকা আত্নসাতের অভিযোগ পাওয়া গেছে।
এঘটনায় বাউফল থানায় দায়েরকৃত মামলায় (মামলা নং: ৪/৭/২৪)অভিযুক্ত ফরিদ সিকদার(৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ। আটক ফরিদ সিকদার উপজেলার লোহালিয়া ইউনিয়নের ইদ্রাকপুর গ্রামের মৃত লতিফ সিকদারের ছেলে।
বৃহস্পতিবার রাতে বাউফল থানার এসআই মো.মাসুদ খলিফার নেতৃত্বে ডেমরা থানা পুলিশ ফরিদ সিকদারকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। মামলার বাদী বাউফল উপজেলার বগা ইউনিয়নের কৌখালী গ্রামের আনোয়ার হোসেনের পুত্র আব্দুল মালেক আনোয়ারী জানান, তিনি সহ আরও তিনজন ভুক্তভোগীর কাছ থেকে টাকা নেয়া হয়েছে।এছাড়া মির্জাগঞ্জ, ঢাকা (বিশেষ করে ডেমরা এলাকা) ও অন্যান্য স্থানেও ফরিদের বিরুদ্ধে একাধিক মামলা চলমান রয়েছে।অভিযোগকারীদের দাবি, ফরিদের প্রতারণার ফাঁদে পড়ে প্রতারিত হয়ে অনেকেই হজ্জ করতে যেতে পারেননি,তাই আইন প্রয়োগকারী সংস্থাগুলো প্রতারণার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবেন।
বাউফল থানার ওসি মোহাম্মদ আকতারুজ্জামান সরকার জানান, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক প্রতারণার মামলা রয়েছে।শুক্রবার সকালে তাকে পটুয়াখালী আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন