
কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটিঃ সভাপতি নিশাদ, সম্পাদক ওয়াকিউর
এ জেড আল মুজাহিদ ,কিশোরগঞ্জ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিশোরগঞ্জ জেলা শাখার পাঁচ সদস্যের নতুন কমিটি গঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের যৌথ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। কমিটিতে শরীফুল ইসলাম নিশাদকে সভাপতি ও রেদোয়ান রহমান ওয়াকিউরকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নওসাদ ও সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রাজীব। উপরুক্ত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৩ জুন মারুফ মিয়াকে সভাপতি ও ফেরদৌস আহমেদ নেভীনকে সাধারণ সম্পাদক করে ৫৮ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়। পরে তিন বছরেরও বেশি সময় এ কমিটি দায়িত্ব পালনরত অবস্থায় ৫৮ সদস্যকে বহাল রেখেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। মো. মারুফ মিয়াকে সভাপতি ও ফেরদৌস আহমেদ নেভীনকে সাধারণ সম্পাদক হিসেবে বহাল রাখা হয়। ওই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি ছিলেন রেদোয়ান রহমান ওয়াকিউর, শরিফুল ইসলাম নিশাত ছিলেন সাংগঠনিক সম্পাদক। আর রাফিউল ইসলাম নওসাদ ও জাকির হোসেন রাজীব ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন