
বাউফলে ইউএনওর অপসারণের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক এমরান হাসান সোহেলকে জেলে ডুকানোর হুমকির প্রতিবাদে ও তার অপসারণের দাবিতে বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলামের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে বাউফলের সাংবাদিকরা।
শনিবার(২৪ মে) বিকেল সাড়ে চারটার দিকে বাউফল প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার ভবনের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচিত পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন , দৈনিক ভোরের কাগজের অতুল চন্দ্র পাল, দৈনিক জনকণ্ঠের কামরুজ্জামান বাচ্চু, দৈনিক সমকালের জিতেন্দ্র নাথ রায়, দৈনিক যুগান্তরের আরেফিন সহিদ,দৈনিক কালবেলার এমএ বশার , দৈনিক মানবজমিনের তোফাজ্জেল হোসেন, দৈনিক প্রথম আলোর এবিএম মিজানুর রহমান, দৈনিক প্রতিদিনের সংবাদ দেলোয়ার হোসেন ও দৈনিক ভোরের অকঙ্গিকারের অহিদুজ্জামান সুপন।
বক্তারা বলেন, ইউএনও আমিনুল ইসলাম হচ্ছেন,ফ্যাসিবাদ হাসিনা সরকারের মূখ্য সচিবের আপন ভাগ্নি জামাই। সেই প্রভাবে পূর্বের কর্মস্থল মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ইউএনও থাকাকালীন ব্যাপক দুর্নীতি করেছেন। যে কারণে পত্রিকার শিরোনামও হয়েছিলেন।
বাউফলে তিনি সাংবাদিককে জেলে ঢুকানোর হুমকি দিয়েছেন। তিনি (ইউএনও) বাউফলে চাকুরি করার যোগ্যতা হারিয়েছেন। বক্তারা তার বিভাগীয় শাস্তিসহ অপসারণ দাবি করেন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন