ডার্ক মোড
Sunday, 25 May 2025
ePaper   
Logo
বরিশালে স্কুল ও কলেজ পর্যায়ে কম্পিউটার প্রোগ্রামিং এর পুরস্কার বিতরণ

বরিশালে স্কুল ও কলেজ পর্যায়ে কম্পিউটার প্রোগ্রামিং এর পুরস্কার বিতরণ

 

মাসুদ রানা, বরিশাল ব্যুরো
তথ্য প্রযুক্তিতে দক্ষতা উন্নয়নে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আঞ্চলিক কার্যালয় বরিশালের আয়োজনে গতকাল বিকালে নগরীর বিএম কলেজ রোড,বৈদ্য পাড়া খাদেম কমপ্লেক্সে, কম্পিউটার কাউন্সিল হলরুমে বরিশাল বিভাগের বিভিন্ন স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের কম্পিউটার প্রোগ্রামিংও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আঞ্চলিক পরিচালক, বরিশাল মোহাম্মদ জসিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইরফান।এছাড়াও উপস্থিত ছিলেন প্রোগ্রামিং ও কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন স্কুল কলেজ থেকে আগত শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকগণ।
 
কম্পিউটার কাউন্সিল আয়োজিত প্রোগ্রামিং প্রতিযোগিতায় ক্যাটাগরি-১ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আইসিটি বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও ক্যাটাগরি -২ নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামিং প্রতিযোগিতা নির্ধারণ করা হয়। প্রতিযোগিতা শেষে প্রতি ক্যাটাগরিতে  ৩জন করে মোট ৬ জন বিজয়ী শিক্ষার্থীদেরকে দেয়া হয় ক্রেস্ট, সনদ, কলম, নোটবুক, টি -শার্ট ও ক্যাপ। অনুষ্ঠানে অতিথিরা বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে তথ্যপ্রযুক্তিতে দক্ষ হতে হবে। সময়কে গুরুত্ব দিয়ে মেধাকে কাজে লাগিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আঞ্চলিক পরিচালক বলেন, এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে আইসিটির ক্ষেত্রে শিল্প উদ্যোক্তা তৈরি করা, শিল্পের প্রসার ঘটানো, শিল্প উদ্যোক্তাদের পাশাপাশি আইসিটি শিল্পের ক্ষেত্র তৈরি করা, স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের আইসিটিতে উন্নত করা, তাদেরকে দক্ষ করে তোলা। বিশেষ করে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন আইসিটি ক্ষেত্র সৃষ্টি হতে হলে সচেতনতার প্রয়োজন রয়েছে সে ক্ষেত্রে স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিভাবে বুদ্ধি মননশীল আনায়ন করা যায় সে জন্যই বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এই আয়োজন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন