ডার্ক মোড
Tuesday, 20 May 2025
ePaper   
Logo
পিরোজপুরে গণমাধ্যমকর্মীদের অপ- সাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহবান জানান প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

পিরোজপুরে গণমাধ্যমকর্মীদের অপ- সাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহবান জানান প্রেস কাউন্সিলের চেয়ারম্যান

 

পিরোজপুর প্রতিনিধি
 
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, গণমাধ্যমকর্মীদের দলীয়করণ থেকে বেরিয়ে এসে চাঞ্চল্যকর সংবাদ পরিবেশন ও অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে। গণমাধ্যম একটি দেশের চতুর্থ স্তম্ভ। এর মূলকাজ হচ্ছে স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। সংবাদপত্র ও সাংবাদিকদের সঙ্গে স্বাধীনতা অস্থিমজ্জায় জড়িত।
 
সোমবার (১৯ মে) সকালে পিরোজপুর সার্কিট হাউস সম্মেলনকক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘গণমাধ্যমের অপ-সাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন, রাজনীতি ব্যক্তিগত বিষয়। পেশাদারত্বের ক্ষেত্রে নীতি-নৈতিকতা থাকতে হবে। নিজস্ব মতামত পরিহার করে সাংবাদিকতা করতে হবে। এতে সংবাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। তিনি বলেন, সাংবাদিকদের আক্রমণাত্মক মনোভাব বর্জন করতে হবে। এজন্য দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। যার যার পেশায় সবাইকে এক হতে হবে। প্রত্যেকটি সংবাদ মাধ্যমের একটা নিজস্ব নীতিমালা আছে, সেটা সাংবাদিকদের মেনে চলতে হবে। এ ছাড়া মিডিয়া ট্রয়াল না করে, আইন-আদালতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন থেকে বিরত থাকতে হবে। সবাইকে আচরণবিধি অনুযায়ী চলতে হবে।
 
পিরোজপুরের জেলা প্রশাসক  মোহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর, পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ খান মোহাম্মদ আবু নাসের ও  জেলা তথ্য অফিসের উপ পরিচালক পরিক্ষিত চৌধুরী কর্মশালায় বক্তব্য রাখেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত পিরোজপুরের গণমাধ্যমকর্মীর মাঝে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। পরে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম পিরোজপুর প্রেসক্লাবে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে এক সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন।
 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন