ডার্ক মোড
Thursday, 19 December 2024
ePaper   
Logo
পাঁচদোনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

পাঁচদোনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ১০

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনায় সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার রাত ৯টা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত এবং বুধবার সকাল থেকে পূনরায় থেমে থেমে গুলিবর্ষণ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। পাচঁদোনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: লাল মিয়া মেম্বার ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক পরিচয়দানকারী মোসাদ্দেক হোসেনের সমর্থকদের মধ্যে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে এ গুলাগুলির ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে গুলাগুলির ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর একটি মোবাইল টিম ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলেও বুধবার সকালে পূনরায় গুলাগুলি ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। গুলিতে পাঁচদোনা এলাকার শাহিন মিয়া ছেলে রনি মিয়া (৩২) এবং সংঘর্ষে একই এলাকার আজিম উদ্দিনের ছেলে শ্রমিক নেতা আলম মিয়া (৫৫) ও মিজান মিয়ার ছেলে শুভ (১৯), চথচারী দড়িচর গ্রামের জামাল মিয়ার স্ত্রী লিজা বেগম (৩২)সহ অজ্ঞাত আরো ৬ জন আহত হয়েছে। এদের মধ্যে গুলিবিদ্ধ রনিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ( বুধবার বিকেল ৩টা পর্যন্ত) ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক প্রকার যান চলাচল বন্ধ রয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাত থেকে সিএনজি স্ট্যান্ডকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ দায়ের করেনি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন