বাউফলে জলবায়ু পরিবর্তনে ঝুঁকি হ্রাস ও কৃষি জমি সংরক্ষনে সচেতনতামূলক সভা
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে স্পিড ট্রাস্ট আয়োজনে ১৮ ডিসেম্বর (বুধবার) সকাল ১০ ঘটিকায় উপজেলা ভূমি অফিস চত্বরে জলবায়ু পরিবর্তনে ঝুকি হ্রাস ও কৃষি জমি সংরক্ষনে উপকারভোগীদের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উইমেন লেড কালেকটিভ এ্যাডভোকেসী ফর ক্লাইমেট একশন প্রকল্পের অধীনে উজ্জীবক সাইফুল ইসলাম পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার প্রতীক কুমার কুন্ডু। বাউফল সরকারি কলেজ প্রভাষক শিখা ব্যানার্জী সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপসহকারি কৃষি অফিসার সাইফুল ইসলাম, সাংবাদিক দেলোয়ার হোসেন।
সিপিপি সদস্য মো: শাহজালাল, রিনা ঘোষ ও প্যারালিগাল সহায়ক মিতা রানী, তাসলিমা বেগম, গ্রæপ লীডার পারভীন বেগম ও জান্নাত বেগম প্রমুখ। প্রকল্প কার্যক্রম ও উদ্দেশ্য উপস্থাপন করেন সালমা বেগম। সচেতনতামূলক সভায় নাজিরপুর ইউনিয়নে ধানদী নিমদী, চন্দ্রদ্বীপ এবং বাউফল ইউনিয়ন থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ভলান্টিয়ার, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা অংশগ্রহন করেন।