ডার্ক মোড
Thursday, 19 December 2024
ePaper   
Logo
নবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবি'র মাগফিরাত কামনায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা

নবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবি'র মাগফিরাত কামনায় বিনামূল্যে স্বাস্থ্য সেবা

মাহবুবুর রহমান টিপু, দোহার (ঢাকা)

শহীদ বুদ্ধিজীবি সন্তোষ চন্দ্র ভাট্টাচার্যের আত্মার শান্তি কামনায় ঢাকার নবাবগঞ্জে বিনামূল্যে স্বাস্থ্য সেবা কর্মসূচী পালন করেছে বাংলাদেশ হিন্দু সমাজ সংস্কার সমিতি।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহীদ বুদ্ধিজীবি সন্তোষ চন্দ্র ভট্টাচার্যের পৈত্রিক বাড়ি উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল পালবাড়ি এলাকায় এ আয়োজন করা হয়।

কর্মসূচীতে দুই শতাধিক রোগীর ডায়াবেটিক, উচ্চরক্তচাপ, হৃদরোগ, শিশুরোগের স্বাস্থ্য পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করেন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডা. হরগোবিন্দ সরকার অনুপ। পরে ব্যবস্থাপত্র দেখে স্বাস্থ্য কর্মীরা ওষুধ দেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ বিমানের সাবেক পরিচালক মাহমুদ আলী খান টুলু। তিনি বলেন, মানুষের জন্য নিঃস্বার্থ সেবা অনেক বড়ো কাজ। এধরনের দৃষ্টান্তটি অন্য সবার জন্য উৎসাহ হয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি। আমার আরো ভালো লাগছে এ কর্মসূচীটি দেশের জন্য আত্মত্যাগকারী শহীদ বুদ্ধিজীবি সন্তোষ চন্দ্র ভট্টাচার্যের স্মরণে।

অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু সমাজ সংস্কার সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিষ্ণুপদ সাহা।

সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু সমাজ সংস্কার সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আন্তঃসম্প্রদায়গত সম্প্রীতি বিষয়ক সম্পাদক প্রকৌশলী বিমাষ ভূষণ বকসী। সভা সঞ্চালনা করেন দৈনিক সময়ের আলোর দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি বিপ্লব ঘোষ।

উল্লেখ্য, শহীদ বুদ্ধিজীবি সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ১৯১৫ সালের ৩০ আগষ্ট ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের হরিষকুল গ্রামের শিববাড়ির ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহন করেন। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দুপুর বেলা কয়েকজন ছাত্র পরিচয় এসে ‘স্যার আমাদের সঙ্গে যেতে হবে’ বলে একটি মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যায়। পরে মিরপুর বদ্ধভূমিতে নিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন