
পত্নীতলায় বজ্রপাতে কিশোরের মর্মান্তিক মৃত্যু
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে নাহমির হোসেন (১৪) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
জানা যায়, সোমবার (৫ মে) বেলা পৌণে ২টার দিকে উপজেলার পত্নীতলা ইউনিয়নের কাঁটাবাড়ি বাজার সংলগ্নআত্রাই নদীর বালুরঘাটে একটি হাঁস খামারে কর্মরত অবস্থায় ঘটনাটি ঘটে। মারা যাওয়া নাহমিরের বাবার বাড়ি স্থানীয় হাড়পুর গ্রামে ও বাবার নাম শফিকুল ইসলাম (মানসিক ভারসাম্যহীন)। সে কারণে দাদা গোলাপ হোসনের তত্বাবধানে থাকতেন ও উল্লেখিত স্থানে একটি হাঁস খামারে কর্মরত ছিলেন কিশোরটি। তার মা স্বামী পরিত্যক্ত।
পত্নীতলা ইউনিয়ন যুবদলের নেতা নুরুল ইসলাম জানান, 'ঝড়বৃষ্টি সময় বজ্রপাত ঘটে, আমরা বেলা আড়াইটার দিকে হাঁস খামারে গিয়ে দেখি কিশোরটি মৃত অবস্থায় পলিথিনের একটি ভ্রাম্যমাণ ঘরে পড়ে ছিলো।'
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উপরোক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'কাঁটাবাড়ি গ্রামে হাঁসের খামারে কামলা দেওয়ার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু হয়েছে।'
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন