নাসিক প্রশাসকের সঙ্গে আরবান কমিউনিটি ভলান্টিয়ারদের সাক্ষাৎ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২৪ উপলক্ষে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজিত শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক সম্মাননা ২০২৪ প্রদান অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে নির্বাচিত স্বেচ্ছাসেবকদের মধ্যে নারায়ণগঞ্জ জেলার মো. সাদাম হোসেন শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে নির্বাচিত হয়েছেন।
এ উপলক্ষে বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামানের সঙ্গে সম্মাননাপ্রাপ্ত আরবান কমিউনিটি ভলান্টিয়াররা সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মো. মইনুল ইসলাম এবং বিগত বছরের স্বেচ্ছাসেবক সম্মাননা প্রাপ্ত মো. আল আমিন (রবিন), কাজী মাহবুব আলম (জয়), মো. শাহাদাত হোসেন (সিমন)।
প্রশাসক এ এইচ এম কামরুজ্জামান সম্মাননাপ্রাপ্ত স্বেচ্ছাসেবকদের কর্মকাণ্ড সম্পর্কে অবগত হয়ে তাদের প্রশংসা করেন। তিনি নতুন স্বেচ্ছাসেবক তৈরির পাশাপাশি তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ সময় সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, “জেলার আরবান কমিউনিটি ভলান্টিয়াররা অগ্নিকাণ্ডসহ প্রাকৃতিক দুর্যোগ ও সামাজিক কার্যক্রমে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। এই ভলান্টিয়ারদের দুর্যোগ মুহূর্তে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে একটি দক্ষ স্বেচ্ছাসেবক টিম গড়ে তোলার ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে।”