নাটোরে ৬ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬
নাটোর প্রতিনিধি
নাটোরে ঘন কুয়াশায় ৬ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন ট্রাক চালক নিহত হয়েছেন। অপর ট্রাকগুলোর চালকসহ আরো ৬ জন আহত হয়।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সদর উপজেলার ডাল সড়ক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ঘন কুয়াশায় নাটোর-বগুড়া মহাসড়ের ডালসড়ক এলাকায় বিপরীত দিক থেকে আসা ৬ ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন ট্রাক চালকের মৃত্যু হয়।
এসময় ৫টি ট্রাক সড়কের উপরে দুমরেমুচরে পড়ে। একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায় এবং বালুবাহী একটি ট্রাক রাস্তার উপর দুমরেমুচরে গেলে সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
এ দুর্ঘটনায় ট্রাকের চালকসহ আরো ৬ জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল এসে যান চলাচল স্বাভাবিক করেন।
ঝলমলিয় হাইওয়ে পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন, ৬ ট্রাকের মধ্য সংঘর্ষে একজন চালক নিহত হয়েছেন। এতে ৫/৬ জন আহত হয়েছেন। তাদের পরিচয় সনাক্তের কাজ চলছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।