![তামাবিল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন উপদেষ্টা](https://dailycountrytodaybd.com/public/default-image/default-730x400.png )
তামাবিল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন উপদেষ্টা
মো: দুলাল হোসেন রাজু, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
গোয়াইনঘাট উপজেলার জাফলং তামাবিল স্থলবন্দর পরিদর্শন করলেন নৌপরিবহন -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পকিত উপদেষ্টা জেনারেল (অব:) ড.এম সাখাওয়াত হোসেন সরকারি রাজস্ব আয় বৃদ্ধি'তে ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক রাখতে আমদানিকারক ব্যবসায়ী সহ অংশীজন-কে এগিয়ে আসার আহবান জানান।
তিনি বলেন দেশের উন্নয়নে সরকারি রাজস্ব আয় বৃদ্ধি'তে ব্যবসা-বাণিজ্য স্বাভাবিক রাখতে অন্তর্বতীকালীন সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সিলেটের সকল স্থলবন্দরে অবকাঠামোগত উন্নয়ন এবং ব্যবসায়ীক সহায়ক পরিবেশ বজায় রাখতে তিনি আমদানিকারক ব্যবসায়ী সহ সকল অংশীজন-কে এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, তামাবিল স্থলবন্দরে অবকাঠামোগত উন্নয়নে বিশেষ ব্যবস্থা গ্রহন করা হয়েছে। চলিত বছরে তামাবিল স্থলবন্দরে বেশ কিছু অবকাঠামো নির্মাণ কাজ বাস্তবায়ন করা হবে। পর্যায়ক্রমে আমদানিকারক ব্যবসায়ীদের সকল সমস্যা চিহৃিত করে তিনি সুষ্টু সমাধানের আশ্বাস দেন।
(১৮ ডিসেম্বর ২০২৪) বুধবার দুপুরে তামাবিল স্থলবন্দর পরিদর্শন করে তিনি ভারতীয় পাথর-কয়লা আমদানি সংক্রান্ত বিষয়ে অচলাবস্থা নিরসনে স্থানীয় আমদানিকারক ব্যবসায়ী ও অংশীজন ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। বৈঠকে বিস্তারিত আলাপ আলোচনার পর ভারতীয় পাথর বাহী ট্রাক বাংলাদেশ প্রবেশ করে। ফলে দীর্ঘ ২২দিন বন্ধ থাকার পর তামাবিল স্থলবন্দরে ভারতীয় পাথর ও কয়লা আমদানি কার্যক্রম স্বাভাবিক হয়ে।উঠে। তিনি স্থলবন্দরে অবস্থান করে ভারতীয় পাথর বুঝাই ট্রাক গাড়ির ওজন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
স্থলবন্দর পরিদর্শন কালে নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মরণে তামাবিল ঐতিহাসিক বধ্যভূমি পরিদর্শন করে শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মানজারুল মান্নান, গোয়াইনঘাট উপজেলা নিবার্হী অফিসার তৌহিদুল ইসলাম, সিলেট ৪৮ বিজিবি'র অধিনায়ক লে: কর্নেল হাফিজুর রহমান,গোয়াইনঘাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: সাইদুল ইসলাম, অফিসার (ইনচার্জ) সরকার মো: তোফায়েল, তামাবিল কাস্টমস'র সহকারি কমিশনার গৌরব মহাজন, তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারি পরিচালক মোস্তাফিজুর রহমান, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।
এছাড়া সিলেট কয়লা আমদানিকারক সমিতির নেতৃবৃন্দের মধ্যে আতিকুর রহমান,এমদাদ হোসেন,, তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের ব্যবসায়ীদের মধ্যে মি, হেনরি লামিন, রফিকুল ইসলাম শাহপরান, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম,ব্যবসায়ী ইলিয়াস উদ্দিন লিপু, আব্দুল মান্নান, মোহাম্মদ কবির উদ্দিন,ওমর ফারুক,জেলা যুবদল নেতা আবুল হাসিম,ইসমাইল হোসেন সহ সিলেট কয়লা আমদানিকারক সমিতি এবং তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তাগণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।