ডার্ক মোড
Friday, 08 November 2024
ePaper   
Logo
ঢাবি উপাচার্যের সাথে কোইকা কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাত

ঢাবি উপাচার্যের সাথে কোইকা কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাত

ঢাবি প্রতিনিধি

কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কোইকা)-এর কান্ট্রি ডিরেক্টর তাইয়ং কিম (৭ নভেম্বর ২০২৪) বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। এসময় কোইকা’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মি. ইয়াং হিউনউসহ কয়েকজন কর্মকর্তা তার সঙ্গে ছিলেন।

বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ইনোভেশন, ক্রিয়েটিভিটি এন্ড এন্টারপ্রিনিউরশিপ সেন্টারের পরিচালক সহযোগী অধ্যাপক মো. রাশেদুর রহমান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান “Capacity Building of Universities in Bangladesh to Promote Youth Entrepreneurship” শীর্ষক পাইলট প্রকল্পের হালনাগাদ অগ্রগতি নিয়ে আলোচনা করেন। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র মধ্যে যৌথ সহযোগিতামূলক আরও প্রকল্প গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন