ডার্ক মোড
Friday, 08 November 2024
ePaper   
Logo
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা (৬ নভেম্বর ২০২৪) বুধবার কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ফুটবল কমিটির সভাপতি ড. মুহা. রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়াসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা শারীরিক ও মানসিক সুস্থতার জন্য শিক্ষার্থীদের নিয়মিত ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন। সহশিক্ষা কার্যক্রম ও ক্রীড়া ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সফলতা তুলে ধরে তিনি বলেন, এসব ক্ষেত্রে উৎকর্ষ সাধনে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে। নিয়ম-শৃঙ্খলা ও পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রেখে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

উল্লেখ্য, এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৮৩টি বিভাগের ফুটবল দল অংশগ্রহণ করছে। ম্যানেজমেন্ট বিভাগ এবং ব্যাংকিং এন্ড ইন্সুরেন্স বিভাগের মধ্যে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন