ডার্ক মোড
Friday, 08 November 2024
ePaper   
Logo
ডেঙ্গুর বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপের দাবিতে জবিতে মানববন্ধন

ডেঙ্গুর বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপের দাবিতে জবিতে মানববন্ধন

জবি প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও সিটি কর্পোরেশন কতৃক কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্ত্বরে এ মানববন্ধনের আয়োজন করর জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বর্তমানে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। কিন্ত এ থেকে প্রতিকারে আমরা স্থায়ী কোনো পদক্ষেপ দেখছি না। সিটি কর্পোরেশনের উচিত কার্যকরী পদক্ষেপ নেয়া এববগ জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটির সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা চাই না ডেঙ্গুতে আর কোনো প্রাণ হারিয়ে যাক।

সংগঠনটির সভাপতি মাসুদ রানা বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনকে এবং সিটি কর্পোরেশনকে আরো বেশি সচেতন হতে হবে। নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে হবে। নিয়মিত ক্যাম্পেইনের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করতে হবে।

মানববন্ধনে সংগঠনটির বিভিন্ন নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন