ডার্ক মোড
Saturday, 22 February 2025
ePaper   
Logo
ট্রেনে নারীকে সিট ছেড়ে দিয়েও চড় খেয়েছিলেন শাহরুখ

ট্রেনে নারীকে সিট ছেড়ে দিয়েও চড় খেয়েছিলেন শাহরুখ

বিনোদন ডেস্ক

বলিউড কিং শাহরুখ খান। যার রয়েছে অন্তত লাখো নারী ভক্ত। অথচ সেই শাহরুখই নাকি চড় খেয়েছেন এক নারীর কাছে! অবিশ্বাস্য হলেও ঘটনাটি জানিয়েছেন কিং খান নিজেই। যদিও শাহরুখের ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে ঘটনা এটি।

‘জিরো’ ছবির প্রচারের সময় এক সাক্ষাৎকারে শাহরুখ ঘটনার বিস্তারিত বলেন। এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, ‘আপনি প্রথম দিল্লি থেকে কীভাবে মুম্বাইতে এসেছিলেন?’ উত্তর শাহরুখ খান জানান, ‘ট্রেনে’।

তখন শাহরুখ জীবনে প্রথমবার নিজের শহর দিল্লি থেকে ক্যারিয়ার গোছাতে মুম্বাই যান। আর সেদিনই ঘটে এই অদ্ভুত ঘটনা। ট্রেনে টিকিট কেটেই উঠেছিলেন শাহরুখ। যার ফলে নিজে আসন নিয়ে তিনি ছিলেন বেশ সচেতন। সকলের মতোই শুয়ে বসে আসছিলেন। কেউ কিছুক্ষণের জন্য বসতে চাইলে তাও দিচ্ছিলেন।

কিন্তু ট্রেন মুম্বাইতে প্রবেশ করতেই ঘটে বিপত্তি। শাহরুখ খানের আসনে বেশ কয়েকজন এসে বসতে চান। তিনি সকলকেই বলছিলেন যে এখানে বসা যাবে না, কারণ এই আসন তার। অনেকেই তাকে প্রাথমিকভাবে কিছু জানাননি। যার ফলে শাহরুখ খান কিছুই বুঝতে পারছিলেন না।

কিছুক্ষণ পরে এক নারী তার আসনে বসতে আসেন। তখন শাহরুখ নারী বলে তার জন্য নিজের আসনও ছেড়ে দেন। তবে জানিয়ে দিয়েছিলেন, তার সঙ্গে থাকা পুরুষটিকে তিনি বসতে দেবেন না। কারণ এটা তার আসন। আর এ কথা বলতেই শাহরুখের গালে চড় মেরে বসেন ওই নারী!

শাহরুখ কিছুই বুঝতে পারেন না, হতভম্ব হয়ে পড়েন। তখন তাকে জানানো হয়, ট্রেন মুম্বাইতে প্রবেশ করার পর তা লোকাল হয়ে যায়। কোনো আসনই আর তখন কারো সংরক্ষিত থাকে না। জায়গা থাকলে সকলেই এসে সেখানে বসতে পারেন। তখন নিজের ভুল বুঝতে পারেন কিং খান।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন