ডার্ক মোড
Saturday, 22 February 2025
ePaper   
Logo
গঙ্গাচড়ায় স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার: স্বামী গ্রেফতার

গঙ্গাচড়ায় স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার: স্বামী গ্রেফতার

মোঃ আল মুমিন , গংগাচড়া , রংপুর

রংপুরের গঙ্গাচড়ায় স্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী মাহবুব হাসান রাহাত ওরফে বল্টুকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৫ জুন) বিকেলে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাজারের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত মঙ্গলবার (৪ জুন) দুপুরে উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ল্যাংড়ার বাজার এলাকার স্বামীর বাড়ি থেকে গৃহবধূ শুকতারা বেগমের (৩৫) গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান জানান, বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাহবুব হাসান রাহাত ওরফে বল্টুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা জানায়, প্রায় ১৬ বছর আগে শুকতারার সঙ্গে বল্টুর বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের নবম শ্রেণিতে পড়ুয়া এক ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি মাসুমুর রহমান বলেন, মাহবুবের মা ও ছেলে রংপুরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তাঁরা স্বামী-স্ত্রী দুজন বাড়িতে ছিলেন। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে মাহবুব একা বাড়ি থেকে বের হয়ে যান। এরপর দীর্ঘ সময় ধরে তাঁর স্ত্রী শুকতারা বাড়ির বাইরে বের হননি। প্রতিবেশীরা তাঁর খোঁজে বাড়িতে যান। তাঁরা ঘরে ঢুকে বিছানায় গলা ও হাত কাটা অবস্থায় শুকতারাকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন