ডার্ক মোড
Sunday, 23 February 2025
ePaper   
Logo
মহান ২১শে গৌরীপুরে পিতা পুত্র দুই ভাষা সৈনিকের কবরে প্রথম শ্রদ্ধা নিবেদন করলেন ইউএনও

মহান ২১শে গৌরীপুরে পিতা পুত্র দুই ভাষা সৈনিকের কবরে প্রথম শ্রদ্ধা নিবেদন করলেন ইউএনও

রায়হান উদ্দিন সরকার, ময়মনসিংহ

ময়মনসিংহের গৌরীপুরে ২১ ফেব্রুয়ারী (শুক্রবার) পিতা পুত্রদুই ভাষা সৈনিক মৌলভী আঃ ওয়াহেদ বোকাইনগরী ও ছেলে ভাষা সৈনিক আঃ কুদ্দুস বোকাইনগরী কবরে এই প্রথম বার উপজেলা প্রশাসনের উদ্যোগে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করলেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাতুল হাসান।

উপজেলার ঐতিহাসিক বোকাইনগরে কবরস্থানে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক মৌলভী আঃ ওয়াহেদ বোকাইনগরীর ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান আঃ ওয়াদুদ বোকাইনগরী, লেখক ও গবেষক আনোয়ার হোসেন শাহীন, প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুলা আল আমিন, সাংবাদিক হুমায়ূন কবীর, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবিব হিরা, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার কামরুল হাসান,ভাষা সৈনিক আঃ কুদ্দুস বোকাইনগরীর ছেলে আঃ ওয়াহাব বোকাইনগরী মনি, রফিক বোকাইনগরী, সাংবাদিক মাহফুজুর রহমান, রিপন প্রমূখ। দোয়া পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক হাফেজ আবু বকর।

উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাতুল হাসান বলেন, উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে কবর সংস্কার এর উদ্যোগ নেয়া হচ্ছে।

উল্লেখ্য, তৎকালীন পাকিস্থানী সরকার ১৫৪ ধারা জারি করলে, গৌরীপুরের নেতৃবৃন্দ ৫৪ ধারা ভেঙ্গে চোঙ্গা ফুকিয়ে বাংলা ভাষার সপক্ষে প্রচারপত্র বিতরন, পথসভা সমাবেশ, বিক্ষোভ মিছিল করে। তাছারা ২৩ ফেব্রয়ারী রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে গৌরীপুর ময়মনসিংহ রেলপথ অবরোধ করে আন্দোলনকে তীব্রতর করে জনমত গঠন করে। এ কারণে গৌরীপুরের ১৯ ভাষাসৈনিক নামে হুলিয়া জারি করে। তালিকার মধ্যে ভাষা সৈনিক কলকাতার এসেম্বলির সদস্য মরহুম আঃ ওয়াহেদ বোকাইনগরী ও ছেলে ভাষাসৈনিক আঃ কুদ্দুস বোকাইনগরীর নাম ছিল। ২৮ ফেব্রয়ারী ভাষাসৈনিক হাতেম আলী মিয়া,খালেদুজ্জাম, আঃ কুদ্দুস বোকাইনগরীকে পুলিশ গ্রেফতার করে, দীর্ঘ ৯ মাস কারাভোগ করেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন