ডার্ক মোড
Sunday, 23 February 2025
ePaper   
Logo
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. লেলিনের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. লেলিনের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. জে এইচ খান লেলিনের অপসারণ ও শাস্তির দাবিতে শনিবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সচেতন নাগরিক, ভিকটিম রোগীর স্বজন ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্যরাও অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন, ডা. লেলিনের স্বাস্থ্য সিন্ডিকেট বাণিজ্য, স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও অনিয়মের কারণে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসায় একাধিক রোগীর মৃত্যুর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এতে অবিলম্বে তার অপসারণ এবং যথাযথ শাস্তির দাবি জানান তারা।

মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়, যা হাসপাতাল এলাকা প্রদক্ষিণ শেষে সমাবেশে পরিণত হয়।

বক্তারা আরও বলেন, যদি যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ডা. লেলিন পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে ফেসবুকে পোস্ট দেন। এতে বিক্ষুব্ধ ছাত্র, জনতা গত ক'দিন ধরে তার অপসারন ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন কর্মসূচি পালন করে আসছে। এছাড়া হাসপাতালে চিকিৎসাসেবা নিয়ে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন