ডার্ক মোড
Saturday, 22 February 2025
ePaper   
Logo
জনদাবির জনসভা সফল করতে সাতক্ষীরায় বিএনপির প্রস্তুতি

জনদাবির জনসভা সফল করতে সাতক্ষীরায় বিএনপির প্রস্তুতি

সাতক্ষীরা প্রতিনিধি

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, আইনশৃংখলার অবনতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ বিভিন্ন জনদাবিতে ২৫ ফেব্রুয়ারি সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বিএনপির জনসভা সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে শহরের আমতলায় জেলা বিএনপির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক রহমতউল্লাহ পলাশ। জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, তাজকিন আহমেদ চিশতী, ডঃ মনিরুজ্জামান, মোঃ আখতারুল ইসলাম।

এছাড়াও জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা রাষ্ট্রে পতিত সরকারের নানা চক্রান্ত মোকাবেলাসহ কয়েকটি দাবিতে বিএনপির জনসমাবেশ সফল করার উদ্দেশ্যে কর্মীদের বার্তা দেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন