ডার্ক মোড
Saturday, 22 February 2025
ePaper   
Logo
শ্রাবণী শর্মার কণ্ঠে একুশের গান ‘বাংলা ভাষা, জন্মভাষা’

শ্রাবণী শর্মার কণ্ঠে একুশের গান ‘বাংলা ভাষা, জন্মভাষা’

বিনোদন ডেস্ক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রাবণী শর্মা বিশ্বাসের কণ্ঠে প্রকাশ হচ্ছে ‘বাংলা ভাষা, জন্মভাষা’ শিরোনামের একটি মৌলিক গান।

গানের কথা লিখেছেন একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী। সুর ও সংগীতায়োজন করেছেন ফাহিম হাসান শাহেদ। এ গান প্রসঙ্গে শ্রাবণী শর্মা বিশ্বাস বলেন, ‘মাতৃভাষার প্রতি আমার যে আনন্দ, আবেগ ও ভালোবাসার বহির্প্রকাশ হয়েছে এই গানে। মেলোডিধর্মী গানটি নানা বয়সী শ্রোতাদের কাছে ভালো লাগবে।

শ্রাবণীর বাবা নিত্য গোপাল বিশ্বাস উদীচী শিল্পীগোষ্ঠীর সঙ্গে জড়িত থাকায় রবীন্দ্রসংগীত, গণসংগীতসহ নানা ধরনের গান গাইতেন। গানে হাতেখড়ি তার বাবার কাছেই। আর মা নমিতা বিশ্বাস ছিলেন সংগীত অন্তঃপ্রাণ সংস্কৃতিমনা মানুষ। শৈশবেই শ্রাবণী এক সংস্কৃতির আবহে বেড়ে ওঠেন। বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী শ্রাবণী শর্মা ছায়ানট থেকে রবীন্দ্রসংগীতের কোর্স শেষ করেছেন।

সে সময় ওস্তাদ সঞ্জীব দের কাছে দীর্ঘ আট বছর ক্ল্যাসিকেল শিখেছেন। এর পর রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসংগীতে মাস্টার্স সম্পন্ন করেছেন। শ্রাবণী জানান, শীঘ্রই একটি আধুৃনিক গান আসছে তার কণ্ঠে। এ ছাড়া রবীন্দ্রসংগীতের অ্যালবামের কাজ চলছে।

শ্রাবণী শর্মার কণ্ঠে একুশের গান ‘বাংলা ভাষা, জন্মভাষা’

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন