ডার্ক মোড
Monday, 23 December 2024
ePaper   
Logo
ট্রাম্পের কাছে গাজা-লেবাননে যুদ্ধবিরতির দাবি আরব-মার্কিন ভোটারদের

ট্রাম্পের কাছে গাজা-লেবাননে যুদ্ধবিরতির দাবি আরব-মার্কিন ভোটারদের

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ডোনাল্ড ট্রাম্পের কাছে গাজা ও লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার জন্য

মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে স্থায়ী হয়েছেন এবং নাগরিকত্ব অর্জন করেছেন— এমন ব্যবসায়ী ও উদ্যোক্তাদের একটি বাণিজ্যিক সংস্থা রয়েছে। সেটির নাম মিনা আমেরিকান চেম্বার অব কমার্স (এমএসিসি)। এমএসিসির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে অবস্থিত।

সম্প্রতি গাজা এবং লেবাননে অবিলম্বের যুদ্ধবিরতি ঘোষণার জন্য ট্রাম্পকে তৎপর হওয়র অনুরোধ করে চিঠি দিয়েছে এমএসসিসি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সেই চিঠিটি পোস্টও করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, “প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ভোট চেয়ে গত ২৬ অক্টোবর লেবানিজ-আমেরিকান ভোটারদের উদ্দেশ্যে চিঠি দিয়েছিলেন আপনি; পুরো আরব-মার্কিন কমিউনিটি সেই চিঠিতে সাড়া দিয়েছে। আর কিছুদিনের মধ্যেই আপনি আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন।”

“এই নির্বচনে আরব-আমেরিকান ভোটারদের একটি বড় অংশই আপনাকে ভোট দিয়েছে। তারা একান্তভাবে আশা করছে যে গাজা এবং লেবাননে অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার লক্ষ্যে আপনি এবং আপনার নেতৃত্বাধীন প্রশাসন অবিলম্বে প্রভাব বিস্তার করা শুরু করবেন। আমরা বিনয়ের সঙ্গে আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে গত ২৬ অক্টোবর যে খোলা চিঠি আপনি দিয়েছিলেন, তার সঙ্গে আরব-আমেরিকান মুসলিমদের এই আকাঙ্ক্ষা সঙ্গতিপূর্ণ।”

“পরিশেষে আমরা বলতে চাই যে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা থেকে আসা নাগরিক ও ভোটারদের সংক্যা ৩৫ লাখেরও বেশি। তাদের একটি বড় অংশই সুইং স্টেটগুলোতে থাকেন এবং এই ভোটারদের অধিকাংশই আপনাকে ভোট দিয়েছেন। আমাদের আশা, আপনি আপনার এই সমর্থকের ন্যায্য দাবির প্রতি সম্মান জানাবেন।”

ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা টিমের পক্ষ থেকে এ সম্পর্কে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সূত্র : আনাদোলু এজেন্সি

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন