
জয়পুরহাটে রুটি বানানোর কারিগরের রডের আঘাতে হোটেলের ওয়েটারের জাহিদ হাসানের মৃত্যু
মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-
জয়পুরহাট শহরের নতুনহাট এলাকার কুসুম কিচেনের কুসুম সুইটস এর তন্দুর রুটি বানানোর কারিগরের রডের আঘাতে হোটেলের খাবার পরিবেশক জাহিদ হাসানের মৃত্যুর অভিযোগ উঠেছে।
এই ঘটনায় অভিযুক্ত আসামী শাহীন মিয়াকে আটক করেছে পুলিশ।রোববার (০৬ এপ্রিল) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটলেও দুপুর আড়াইটার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসাপাতালে তার মৃত্যু হয়।নিহত জাহিদ হাসান ফরিদপুরের নগর কান্দা উপজেলার রামগঞ্জ গ্রামের ইসাহাক মোল্লার ছেলে।কুসুম সুইটস এর ম্যানেজার (ব্যবস্থাপক) ফরহাদ হোসেন জানান, আজ সকালে তন্দুরি রুটির কারিগর নাসিমের সাথে পরোটা তৈরীর কারিগর শাহীনের বাকবিতন্ডা হয়। এ সময় ওয়েটার জাহিদ হাসান তাদের ঝগড়া মিটমাট করতে গেলে শাহীন তাকে রুটি বানানোর বেলান দিয়ে আঘাত করে। পরে আবারো তিনি একটি রড দিয়ে মাথায় সজোরে আঘাত করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান।কুসুম সুইটস এর স্বত্তাধিকারী নতুন হাট দেওয়ান পাড়ার বাসিন্দা নূরজাহান হ্যাপি জানান, জাহিদ হাসান একজন অত্যন্ত ভাল ছেলে। তিনি আমাদের হোটেলে প্রায় ৩ বৎসর ধরে ওয়েটারের কাজ করছেন। আজ সকালে ঘটনাটি ঘটার পরপরই শাহীনকে আটক করে রাখি। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে, পুলিশ তাকে আটক করে নিয়ে যায়।এ বিষয়ে জয়পুরহাট পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বলেন-নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি। তারা জয়পুরহাটে আসলেই একটি হত্যা মামলা দায়ের করা হবে। তবে এ ঘটনায় ইতোমধ্যেই অভিযুক্ত শাহীনকে আটক করা হয়েছে।
রুটি বানানোর কারিগরের রডের আঘাতে হোটেলের খাবার পরিবেশক জাহিদ হাসানের মৃত্যুর অভিযোগ উঠেছে।
রুটি বানানোর কারিগরের রডের আঘাতে হোটেলের খাবার পরিবেশক জাহিদ হাসানের মৃত্যুর অভিযোগ উঠেছে।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন